26 C
Dhaka
Thursday, May 22, 2025

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, তিন সন্ত্রাসী আটক

advertisment
- Advertisement -spot_img

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারে দুর্বৃত্তদের গুলিতে শাকিল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে গঙ্গাবর বাজারের একটি চায়ের দোকানে শাকিলসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক যুবককে তুলে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে শাকিলকে গুলি করে এবং তার ছোট ভাই শুভকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।

ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিয়ে তিন সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেন। পরে গুরুতর আহত অবস্থায় শাকিল ও অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। তিনজন সন্ত্রাসীকে এলাকাবাসী আটক করেছে, তবে তাদের অবস্থাও সংকটাপন্ন। তাদের উদ্ধারে এবং ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ