20 C
Dhaka
Friday, January 16, 2026

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার

advertisment
- Advertisement -spot_img

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ ও দেশীয় অস্ত্রসহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণ (৩৪) কে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। নাজমুল আরেফিন জেলা শহরের গুলশানপাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে নাজমুলের বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি থ্রি-নট-থ্রি রাইফেলের বডি (অংশবিশেষ), ১৭টি দেশীয় অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়।

অভিযান শেষে মামলা দিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিম মালিথা বলেন, “নাজমুলকে আটকের খবর শুনেছি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হবে।”

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গ্রেফতার নাজমুলকে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ