কুষ্টিয়া পৌর বিএনপির নেতা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বাতিলের দাবি এবং জেলা বিএনপির কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় কয়েকজন নেতা-কর্মী কাফনের কাপড় গায়ে জড়িয়ে কার্যালয়ের সামনে শুয়ে পড়েন এবং বিভিন্ন স্লোগান দেন। দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এই কর্মসূচিতে তারা জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ার দাবি জানান।
এর আগে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে কর্মসূচির ঘোষণা দেন এই অংশটির নেতা ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার। আজকের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন,
“জেলা বিএনপির নেতাদের ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সমস্যার সমাধান না হলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সরকারি কলেজ চত্বরে সম্মেলনের পর ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। তবে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানান পরাজিত প্রার্থী কাজল মাজমাদার এবং ভোটে কারচুপির অভিযোগ তোলেন।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার। তিনি বলেন,
“কারচুপির অভিযোগটি সঠিক নয়। কাজল মাজমাদারের আবেদনের ভিত্তিতে আবার ভোট গণনা করা হয়েছে। এরপরও কেন তিনি এমন করছেন তা বোধগম্য নয়। এর মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে।”