26.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

নোয়াখালীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, তলিয়ে গেছে সড়ক

advertisment
- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী | ৯ জুলাই ২০২৫

নোয়াখালীতে ২৪ ঘণ্টার টানা বর্ষণে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে কাঁচা ও আধা-পাকা সড়কগুলো ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমরসমান পানি জমে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর, সেনবাগ, বেগমগঞ্জ, চাটখিল, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জেলা শহরের মাইজদী এলাকার জেলা প্রশাসকের কার্যালয়, মৎস্য অফিস, জেলা খানা সড়ক, পাঁচ রাস্তার মোড়, পৌর বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চলে গেছে।

বৃষ্টি ও জলাবদ্ধতায় অনেক বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে। শিক্ষার্থী ও অফিসগামী মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সকালে স্কুলে যাওয়ার পথে একাধিক শিশু জলকাদায় পড়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। টানা বৃষ্টিতে অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে।

মাইজদীর বাসিন্দা আবু সাইদ নোমান বলেন, ‘সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছরই সামান্য বৃষ্টিতে এমন অবস্থা হয়। কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ নেই।’

অন্যদিকে, আবু তাহের বলেন, ‘বৃষ্টির পর ঘণ্টাখানেক রাস্তায় দাঁড়িয়ে থেকেছি। অটোরিকশা-রিকশা কিছুই পাওয়া যাচ্ছে না। রাস্তার পানির কারণে কেউ চলাচল করতে চায় না।’

সুবর্ণচরের বাসিন্দা মাইন উদ্দিন বলেন, ‘নোয়াখালীতে খাল খনন বা ড্রেন সংস্কারের উদ্যোগ নেই। শুধু নেতা-নেত্রী আছে, কাজের ইচ্ছে নেই। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া জলাবদ্ধতা কমবে না।’

জেলা আবহাওয়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন আরও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পৌর প্রশাসক জালাল উদ্দীন বলেন, ‘টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের চেষ্টা চলছে।’

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। কিছু প্রধান সড়কে জলাবদ্ধতা নেই, তবে কিছু সড়ক পানিতে ডুবে গেছে। আমরা জলাবদ্ধতা নিরসনে কাজ করছি এবং জনগণের সহযোগিতা প্রয়োজন।’

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ