28.7 C
Dhaka
Wednesday, July 23, 2025

কোটালিপাড়া-গোপালগঞ্জ সড়কে গাছ ফেলে অবরোধ, যান চলাচল বন্ধ

advertisment
- Advertisement -spot_img

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে কোটালিপাড়া-গোপালগঞ্জ সড়কের একাধিক স্থানে গাছ কেটে ফেলে এ অবরোধ করা হয়। এর ফলে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে বলেন, “খবর পেয়েছি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা এই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। আশা করছি খুব দ্রুত সড়ক উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে।”

এর আগে বুধবার সকালে উলপুর-দুর্গাপুরের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের একটি গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। আহতরা হলেন সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার এবং মিনহাজ। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, এক যুবক পুলিশের গাড়িতে ভাঙচুর চালাচ্ছেন। হামলার পর এক পুলিশ সদস্যকে দৌঁড়ে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। লাঠি হাতে থাকা অন্য যুবকরা গাড়ি ভাঙতে ভাঙতে বলতে থাকেন, “আমরা এখনও রাজপথে আছি। এই গাড়ি (পুলিশ ভ্যান) ভেঙে ফেল, আগুন ধরাও।”

পুলিশ ভ্যানে হামলার কিছু সময় পর সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ইউএনওর গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।

গোপালগঞ্জ সদর উপজেলার ইউএনও এম রকিবুল হাসান বলেন, “জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার আয়োজন রয়েছে। সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমনও নির্ধারিত ছিল। এই কর্মসূচিকে বানচাল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা গান্ধীয়াশুর এলাকায় আমাদের গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায়।”

প্রসঙ্গত, ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে কর্মসূচি পালন করছে এনসিপি। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি পালনের পর বুধবার গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ