গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে শুরু হয়ে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে।
সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়। এনসিপির কর্মসূচিতে বাধা, হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
সরকারের বিবৃতিতে বলা হয়—
“গোপালগঞ্জে আজকের সহিংসতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল।”
বিবৃতিতে আরও বলা হয়—
“জাতীয় নাগরিক পার্টির সদস্যদের পাশাপাশি পুলিশ ও গণমাধ্যমের ওপরও নৃশংস হামলা চালানো হয়েছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তিদের ওপর সহিংসভাবে আক্রমণ করা হয়েছে। এই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ অ্যাকটিভিস্টদের দায়ী করা হচ্ছে।”
সরকার জানিয়েছে,
“এই জঘন্য কর্মকাণ্ড কোনোভাবেই বিনা বিচারে ছাড় দেওয়া হবে না। দ্রুত দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশে কোনো নাগরিকের ওপর এ ধরনের সহিংসতা করার সুযোগ নেই।”