32.3 C
Dhaka
Wednesday, July 23, 2025

এবার গোপালগঞ্জ ডিসির বাসভবনে হামলা

advertisment
- Advertisement -spot_img

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনে হামলা চালানো হয়েছে।

জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসক মো. কামরুজ্জামান। তবে এর কিছুক্ষণ পরই তার বাসভবনে এ হামলা চালানো হয়।

এর আগে, এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে লঞ্চঘাট এলাকায় দুপুর পৌনে ৩টার দিকে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা সড়ক অবরোধ করে গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ করে।

পুলিশ বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়তে দেখা গেছে।

এ সময় এনসিপি নেতাকর্মীদের পিছনে হটিয়ে নিরাপদে সরিয়ে নেয় পুলিশ ও সেনাবাহিনী। তবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ