গোপালগঞ্জের সদর থানা এলাকায় সংঘর্ষে সুমন বিশ্বাস (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি একটি পানির কোম্পানিতে কর্মরত ছিলেন।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
সুমনের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানার পাচুরিয়া গ্রামে। তিনি সুশীল বিশ্বাসের ছেলে।
গুলিবিদ্ধ সুমনের মা নিপা বিশ্বাস জানান,
“সুমন একটি পানি কোম্পানিতে চাকরি করে। আজ দুপুর দেড়টার দিকে ডিউটি শেষে বাসায় ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের মধ্যে সংঘর্ষে পড়ে। এ সময় হঠাৎ করে তার শরীরে গুলি লাগে।”
তিনি বলেন,
“একটি গুলি সুমনের কোমরে ও আরেকটি গুলি তার হাতে লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়েছে।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন,
“গোপালগঞ্জ থেকে সুমন বিশ্বাস নামে এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।