‘বিএনপিতে কোনো বেঈমান নেই’ বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। গতকাল বুধবার (১৬ জুলাই) বিকেলে ঢাকার দোহার উপজেলার কালেমা চত্বরে উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য পদ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাবিব উন নবী খান সোহেল বলেন, “এ দল ইমানদারদের। কোনো রাজনৈতিক দল করতে হলে এ দল করা উচিত। নানামুখী ষড়যন্ত্রের মাঝেও বিএনপি গণমানুষের দল। এ দলে যেন কোনো অপশক্তি সদস্য হতে না পারে, তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি বলেন, “আওয়ামী লীগ হলো ফ্যাসিস্ট দল। এ দলের নেতারা কিভাবে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে আপনারা জানেন।”
দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালামের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
- দোহার উপজেলা বিএনপির সিনিয়র নেতা নুরুল ইসলাম বেপারী
- পৌরসভা বিএনপির সভাপতি এস. এম. কুদ্দুস
- সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া
- ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারী
- অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ
অনুষ্ঠানটি দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে বিবেচিত হয়।