নেত্রকোণায় ভাবিকে গলা কেটে হত্যার দায়ে মো. রাসেল মিয়া নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া নেত্রকোণার পূর্বধলা উপজেলার পশ্চিমপাড়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে। নিহত লিপি আক্তার জারিয়া গ্রামের আফতাব উদ্দিন সরকারের মেয়ে।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি রাসেল মিয়া ছিলেন লিপি আক্তারের চাচাতো দেবর। তারা একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করতেন। লিপি আক্তারের স্বামী মো. আজিজুল ইসলাম বিজিবিতে কর্মরত থাকার কারণে পঞ্চগড়ে অবস্থান করতেন।
এই সুযোগে রাসেল মিয়া নিয়মিত ভাবিকে উত্ত্যক্ত করতেন, কখনো বাড়িতে, আবার কখনো রাস্তায় কুপ্রস্তাব দিতেন। একপর্যায়ে লিপি আক্তার বিষয়টি তার স্বামী, রাসেলের ভাই ও বাবা-মাকে জানান। এর জেরে রাসেল আরও ক্ষিপ্ত হয়ে তাকে উত্ত্যক্তের মাত্রা বাড়িয়ে দেন।
🔴 হত্যার বিবরণ:
২০২০ সালের ৩ অক্টোবর রাতে খাবার শেষে লিপি আক্তার তার ছেলে আলিফকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ৪ অক্টোবর রাত আড়াইটার দিকে, রাসেল মিয়া কৌশলে লিপি আক্তারের বসতঘরে প্রবেশ করে এবং ধারালো এন্টি কাটার দিয়ে গলার শ্বাসনালী কেটে তাকে হত্যা করে।
পরে আসামি নিজেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং হত্যার দায় স্বীকার করেন। মামলার দীর্ঘ শুনানিতে মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সব প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
⚖️ আদালতের বিবরণ:
- রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (PP): মো. আবুল হাশেম
- আসামিপক্ষের আইনজীবী: অ্যাডভোকেট আনিসুর রহমান