20 C
Dhaka
Thursday, January 15, 2026

ধানের শীষের প্রার্থীকে ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজ’ বললেন বিএনপির ৫ নেতা**

advertisment
- Advertisement -spot_img

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে দলটির পাঁচজন বঞ্চিত মনোনয়নপ্রত্যাশী। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি তুলে ধরেন।

লিখিত বক্তব্য উপস্থাপন করেন কিশোরগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ হিলালি। তিনি অভিযোগ করেন—মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম আওয়ামী লীগের দোসর, দুর্নীতিবাজচাঁদাবাজ। দলের স্বার্থে তার মনোনয়ন অবিলম্বে বাতিলের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—

  • সদর উপজেলা বিএনপির সভাপতি ও ২০১৮ সালের বিকল্প দলীয় মনোনয়নপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ সোহেল,
  • সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু,
  • জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন,
  • জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ২০১৮ সালের বিকল্প দলীয় মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট শরিফুল ইসলাম

খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, “মাজহারুল ইসলামকে বাদ না দিলে কিশোরগঞ্জ-১ আসনের মানুষ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে—তখন বিএনপির মনোনীত প্রার্থী টিকতে পারবে না।”

রেজাউল করিম খান চুন্নু অভিযোগ করে বলেন, “মাজহারুল ইসলাম একজন চিহ্নিত দুর্নীতিপরায়ণ ও চাঁদাবাজ। তিনি স্বৈরাচার ও আওয়ামী সরকারের সঙ্গে আঁতাত করে চলেছেন। দীর্ঘ ১৭ বছরে তার বিরুদ্ধে একটি মামলাও হয়নি, একটি আচড়ও লাগেনি।”

প্রভাবশালী পাঁচ নেতা জানান, মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল করে অন্য যোগ্য মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে কাউকে প্রার্থী করতে হবে। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এর আগে রবিবার রাতে একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ-১ আসনে মো. মাজহারুল ইসলামকে বিএনপির কেন্দ্রীয় কমিটি প্রাথমিক মনোনয়ন প্রদান করে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ