18 C
Dhaka
Thursday, January 15, 2026

বিএনপি প্রার্থীর সভায় আওয়ামী লীগ নেত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক

advertisment
- Advertisement -spot_img

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের মতবিনিময় সভায় বক্তব্য দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন উপজেলা মহিলা লীগের নেত্রী বিলকিস আক্তার। তিনি বলেন, “ধানের শীষ ১৭ বছর ছিল না, তাই উন্নয়ন হয়নি। এবার জনগণের মূল্যায়নের সুযোগ এসেছে। মহিলা ভোটার বেশি, কিন্তু তারা ইচ্ছামতো ভোট দিতে পারে না। এই অধিকার নিশ্চিত করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে নির্বাচিত করব।”

শুধু বিলকিস আক্তার নন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও কয়েকজন নেত্রীও ওই সভার মঞ্চে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন জয় বাংলা স্লোগান দিয়ে অরাজকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলার আসামি। এ ঘটনায় উপজেলাজুড়ে তীব্র সমালোচনা চলছে।

শুক্রবার (গতকাল) বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় সরওয়ার জামাল নিজামের নিজ বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ৫৭ নম্বর আসামি ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিলকি চৌধুরী, বারখাইন ইউনিয়ন যুব মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম এবং উপজেলা যুব মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক শারমিন হক সেপু মঞ্চে বসে আছেন। আর মঞ্চের নিচে বসে বক্তব্য দেন বিলকিস আক্তার।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, বিএনপি কি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে যে ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করতে হচ্ছে? অন্যদিকে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেন, দলীয় পরিচয়ে দীর্ঘদিন রাজনৈতিক সুবিধা ভোগ করা এসব নেত্রী নির্বাচনের সময় কীভাবে বিএনপি প্রার্থীর সভায় অংশ নেন এবং ভোট চান।

এ বিষয়ে প্রশ্ন করা হলে সাজিয়া সুলতানা বলেন, “আমি একজন মহিলা ইউপি সদস্যের প্রতিনিধি হিসেবে দাওয়াত পেয়েছিলাম। সেখানে গিয়ে দেখি মতবিনিময় সভা। আমার মতো আরও কয়েকজন মহিলা ইউপি সদস্য সেখানে ছিলেন।”

এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বিশেষ সহকারী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা আকতার নবী চৌধুরী বলেন, “উপজেলার নির্বাচিত মহিলা ইউপি সদস্যদের নিয়ে আমরা মতবিনিময় সভার আয়োজন করেছিলাম। সেখানে কে কোন দলের সঙ্গে যুক্ত, তা আমরা জানি না। কেউ জয় বাংলার স্লোগান দেয়নি। সরওয়ার জামাল নিজামের নির্দেশে অনুষ্ঠানটি আমি নিজেই পরিচালনা করেছি।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ