24 C
Dhaka
Friday, January 16, 2026

শান্তর জোড়া সেঞ্চুরির গল টেস্ট ড্র

advertisment
- Advertisement -spot_img

গলে পাঁচ দিনের টেস্ট ম্যাচটি শেষ পর্যন্ত নিষ্প্রাণ ড্রতেই শেষ হয়েছে। শেষ দিনে বাংলাদেশ ২৯৬ রানের লক্ষ্য দেয় স্বাগতিক শ্রীলঙ্কাকে। তবে বৃষ্টিবিঘ্নিত দিনে খেলার যথেষ্ট সময় না থাকায় কোনো ফলাফল নির্ধারিত হয়নি।

তবে শেষ দিনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরি ম্যাচে বিশেষ গুরুত্ব পেয়েছে।

দ্বিতীয় ইনিংসে তার এই শতকটি ছিল ম্যাচে তার দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও শতরান করেন শান্ত।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৮৭ ওভার ব্যাট করে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। শান্ত ১২৫ রানে অপরাজিত ছিলেন।

দুই ইনিংস মিলিয়ে ২৯৫ রানের লিড নিয়ে শ্রীলঙ্কাকে ২৯৬ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট হাতে ৪ উইকেটে ৭২ রান সংগ্রহ করে লঙ্কানরা। এরই মধ্যে পঞ্চম দিনের খেলা শেষ হয়ে গেলে ড্র মেনে নেয় দুই দল।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ