17 C
Dhaka
Saturday, January 17, 2026

সীমান্তে হত্যা বন্ধ করা সহ পানি বণ্টন নিয়ে আলোচনা হয়েছে: ফখরুল

advertisment
- Advertisement -spot_img

সীমান্তে হত্যাসহ পানি বণ্টন নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে বলা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রণয় ভার্মার সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। 

মির্জা ফখরুল ইসলাম বলেবন, বৈঠকে ভারত বাংলাদেশের সম্পর্ক কিভাবে গভীর করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের যে সমস্যা রয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি। আমরা আমাদের পার্টির সমস্যাও তুলে ধরেছি। সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার। সীমান্তে হত্যা বন্ধ করা সহ পানি বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। সেইসঙ্গে নিরাপত্তার বিষয়টি নিয়ে বেশি আলোচনা হয়েছে। তারা বলছে বিষয়গুলো নিয়ে তারা সজাগ আছে বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য চেষ্টা করছে।

বিএনপি প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ