25.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর ক্ষোভ ঝাড়লেন আসিফ নজরুল

advertisment
- Advertisement -spot_img

প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আজ থেকে ১৩-১৪ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার খালেদা জিয়ার নামে আজেবাজে কথা লিখেছিলেন। ডেইলি স্টার তাকে জাতীয় নায়ক বানিয়ে দিয়েছিল।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ওই লেকচারারকে ‘প্রফেসর’ উল্লেখ করে নিয়মিত লেখা প্রকাশ করত ডেইলি স্টার। কারণ তিনি খালেদা জিয়ার নামে বাজে কথা লিখেছিলেন এবং ছাত্রদল তার পদত্যাগ চেয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যখন সর্বসম্মতিক্রমে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে, সেই সংবাদটি ডেইলি স্টার প্রকাশ করেনি।

আসিফ নজরুল বলেন, “আমি দুঃখিত, কিন্তু বলতে হচ্ছে—তিনি এতটাই উন্মত্ত মানসিকতার ছিলেন যে কয়েক বছর আগে আত্মহত্যা করেছেন। এমন একজন মানুষকে হিরো বানিয়েছিল ডেইলি স্টার। অথচ যখন ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে তাকে বের করে দেওয়া হয়, তখন সেই সংবাদটিও তারা ছাপেনি।”

আইন উপদেষ্টা আরও বলেন, “আপনারা দেখবেন, প্রথম আলো সুযোগ পেলেই জাফরুল্লাহ চৌধুরীকে উল্লেখ করে ‘বিএনপিপন্থী’ লেখে। আমি সোহরাব ভাইকে (সোহরাব হাসান) সব সময় বলতাম—ভাই, জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপিপন্থী হন, তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবালের নামের আগে ‘আওয়ামী লীগপন্থী’ কেন লেখেন না? এমন পক্ষপাতদুষ্ট আচরণ করলে মানুষের আস্থা থাকবে না।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ