25 C
Dhaka
Tuesday, July 8, 2025

স্ট্রোক করায় মাকে নিয়ে হাসপাতালে মেয়ে, দেরি হওয়ায় বসতে পারেননি পরীক্ষায়

advertisment
- Advertisement -spot_img

দেশজুড়ে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন।

তবে এইচএসসির প্রথম দিনের পরীক্ষাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি হৃদয়বিদারক ভিডিও। রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের সামনে এক নারী পরীক্ষার্থীকে কান্না করতে দেখা যায়, কারণ তিনি পরীক্ষায় অংশ নিতে পারেননি

জানা গেছে, ওই শিক্ষার্থীর বাবা নেই। পরিবারের একমাত্র অভিভাবক হিসেবে তার মা ছিলেন। বৃহস্পতিবার সকালে তার মা হঠাৎ মেজর স্ট্রোকে আক্রান্ত হন। পরিবারের অন্য কেউ পাশে না থাকায়, মেয়েটিকেই মাকে নিয়ে হাসপাতালে যেতে হয়। চিকিৎসার ব্যবস্থা করে পরে দ্রুত ছুটে যান পরীক্ষাকেন্দ্রে।

কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ায় তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এ কারণে তিনি প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে পারেননি।

ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। অনেকে মানবিক দৃষ্টিকোণ থেকে মেয়েটির জন্য বিশেষ ব্যবস্থায় পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবি তুলেছেন। ঘটনা নিয়ে শিক্ষাবোর্ড বা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ