আগামী আগস্টে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি জানান, মূলত জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রধান উপদেষ্টার সফরের একটি প্রস্তাব ছিল। তবে জুলাইয়ে দেশে বেশ কিছু আনুষ্ঠানিক অনুষ্ঠান থাকায় ঢাকা থেকে সফরের সময় আগস্টে প্রস্তাব করা হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন,
“আমরা আগস্টে প্রস্তাব করেছি। জুলাইয়ে অনেক প্রগ্রাম আছে।”
এই সফর দ্বিপক্ষীয় হবে কি না—এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন,
“সফর হলে এটা দ্বিপক্ষীয় হবে।”