25.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

৫ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ চান জামায়াত আমির

advertisment
- Advertisement -spot_img

জুলাই গণঅভ্যুত্থান এবং ‘নতুন বাংলাদেশ দিবস’-এর নামকরণ নিয়ে মতভেদ দেখা দিয়েছে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অনেকেই এই নামকরণে আপত্তি তুলেছেন। এ বিষয়ে বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও।

তিনি বলেছেন, ৮ আগস্ট নয়, ৫ আগস্টকেই ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করা উচিত।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে অন্তর্বর্তী সরকার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। অন্যদিকে, আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

তবে অনেকেই এই নামকরণে আপত্তি জানিয়েছেন। তাদের দাবি, ৫ আগস্টকেই ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হোক।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ