মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই করেছে। একই সঙ্গে তিনি ভারতের সঙ্গেও বড় ধরনের একটি চুক্তি করার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জুন) হোয়াইট হাউসে ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আচ্ছা, আমরা গতকালই চীনের সঙ্গে চুক্তি সই করেছি, তাই না? চীনের সঙ্গে চুক্তি সই করেছি…”।
চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও ট্রাম্প বলেন, “চীন চুক্তিতে, আমরা চীনকে উন্মুক্ত করতে শুরু করছি—এমন কিছু, যা আসলে কখনো ঘটতে পারত না।”
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গেও একটি বড় চুক্তি সই করতে পারে। “আমরা কিছু দুর্দান্ত চুক্তি করছি। আমাদের একটি আসছে, সম্ভবত ভারতের সাথে, খুব বড় একটি, যেখানে আমরা ভারতকে উন্মুক্ত করতে যাচ্ছি।”
শুল্ক ইস্যু ও আলোচনার পটভূমি
আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, শুল্ক ইস্যু নিয়ে আলোচনার জন্য চলতি মাসের শুরুতে মার্কিন ও চীনা কর্মকর্তারা লন্ডনে বৈঠক করেন।
গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করা পণ্যের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপ শুরু করে। তবে মে মাসে উভয় দেশ প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য সেই শুল্ক প্রত্যাহারে সম্মত হয়।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত শুল্ক থেকে ৮৮ বিলিয়ন ডলার আদায় করেছে। “এটা কি সুন্দর জিনিস নয়? ৮৮ বিলিয়ন ডলার,”—বলেন তিনি।
‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নিয়ে ট্রাম্পের আশাবাদ
রিপাবলিকান কর ও ব্যয় হ্রাস আইন প্রণয়নের প্রচারণার অংশ হিসেবে ট্রাম্প ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’-কে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিলগুলোর একটি’ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, “এই বিল আমাদের সীমান্ত সুরক্ষিত করবে, আমাদের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং আমেরিকান স্বপ্ন ফিরিয়ে আনবে।”
গত মাসে হাউসে বিলটি ব্যাপক ভোটে পাস হওয়ার পর সিনেটের রিপাবলিকানরা এখন তা পরিবর্তনসহ অনুমোদনের জন্য দৌড়ঝাঁপ করছে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ৪ জুলাইয়ের মধ্যে বিলটি প্রেসিডেন্টের সইয়ের জন্য প্রস্তুত করার কাজ চলছে। “আমরা আশা করছি ৪ জুলাইয়ের মধ্যে এটি প্রেসিডেন্টের ডেস্কে থাকবে,”—বলেন তিনি।