25 C
Dhaka
Wednesday, July 9, 2025

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে না গিয়ে মনু মিয়ার জানাজায় গেলেন খায়রুল বাসার

advertisment
- Advertisement -spot_img

বিনা পারিশ্রমিকে প্রায় অর্ধশত বছর ধরে কবর খুঁড়ে যাওয়া কিশোরগঞ্জের ইটনার সেই মানবসেবী মনু মিয়া (৬৭) মারা গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চার দশকের বেশি সময় ধরে নিঃস্বার্থভাবে মানুষকে শেষ গন্তব্যে পৌঁছে দিতে কাজ করেছেন তিনি। আশপাশের গ্রাম ও জেলাজুড়ে তিনি পরিচিত ছিলেন ‘শেষ ঠিকানার কারিগর’ নামে। মৃত্যুর খবর পেলেই নিজের লাল রঙের ঘোড়ায় চড়ে ছুটে যেতেন তিনি। তবে চলতি বছরের মে মাসে দুর্বৃত্তদের হাতে প্রাণ হারায় তার সেই প্রিয় ঘোড়াটি।

ঘোড়ার মৃত্যুর শোকেই মনু মিয়া অসুস্থ হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়লে তা নজরে আসে জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারের। এরপর তিনি হাসপাতালে ছুটে যান মনু মিয়ার সঙ্গে দেখা করতে এবং ঘোড়া কিনে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে মনু মিয়া বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তখনই অভিনেতা বলেছিলেন, ‘আল্লাহ নিশ্চয়ই তাকে স্বপ্নের ঘোড়া উপহার দেবেন।’

সেই থেকেই মনু মিয়ার প্রতি একটি বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা জন্মে খায়রুল বাসারের। শনিবার (২৮ জুন) সকালে মনু মিয়ার মৃত্যুর খবর পেয়ে শোকাহত হয়ে পড়েন তিনি। ফলে রাজধানীতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণের পরিকল্পনা বাতিল করে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেন, মনু মিয়ার জানাজায় অংশ নিতে।

জানা গেছে, ওই অনুষ্ঠানে নাট্য অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করার কথা ছিল খায়রুল বাসারের, কিন্তু তিনি আর সেখানে যাননি।

মনু মিয়ার স্বজনেরা জানান, নিজের দিকে না তাকিয়ে জীবনের বড় অংশ তিনি কবর খুঁড়ে কাটিয়েছেন। নিঃসন্তান এই মানুষটি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে গত ১৪ মে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে বাড়ি ফেরেন, কিন্তু আজ সকালে আবার অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা বলেন, মনু মিয়া শুধু একজন কবর খননকারী ছিলেন না, তিনি ছিলেন মানবিকতার এক অনন্য প্রতীক। মৃত্যুর পরও তিনি মানুষের দোয়া ও শ্রদ্ধায় চিরস্মরণীয় হয়ে থাকবেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ