25.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

ধর্ষণের মতো ঘটনা সমাধান না করে রাজনৈতিক ট্যাগ দেওয়া ভালো বিষয় নয়: আমীর খসরু

advertisment
- Advertisement -spot_img

ধর্ষণের মতো সংবেদনশীল ঘটনার সমাধান না করে রাজনৈতিক ট্যাগ দেওয়া কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৯ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, “আগামী নির্বাচনকে সামনে রেখে সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার উদ্দেশ্যে যেভাবে এসব ঘটনার রাজনৈতিকীকরণ করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রশাসনের আরও তৎপরতা বাড়ানো প্রয়োজন।”

তিনি আরও বলেন, “মিথ্যাচারের মাধ্যমে মানুষের নজর ঘোরানোর সুযোগ নেই। যারা এই অপচেষ্টা করছে, তারা শেষ পর্যন্ত লাভবান হবে না।”

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষ প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন হবে না, এমন কোনো লক্ষণ নেই। দ্বিমত থাকবেই, তবে সবকিছুকে সঙ্গী করেই এগিয়ে যেতে হবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ