26.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

একদিনে আরও ৩৮৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

advertisment
- Advertisement -spot_img

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি, ১৩৬ জনই বরিশাল বিভাগে শনাক্ত হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিভাগভিত্তিক ডেঙ্গু আক্রান্ত রোগী:

  • বরিশাল বিভাগ: ১৩৬ জন
  • চট্টগ্রাম বিভাগ: ৫৫ জন
  • ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৪৮ জন
  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৩২ জন
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ২৮ জন
  • খুলনা বিভাগ: ৪১ জন
  • রাজশাহী বিভাগ: ৩৩ জন
  • ময়মনসিংহ বিভাগ: ১০ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৪৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯ হাজার ৮৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪২ জন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ