26.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫

advertisment
- Advertisement -spot_img

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এলাকায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল পাশা এবং কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আহমেদের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জেরে প্রায়ই পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার ঘটনা ঘটে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে কামাল পাশার লোকজন ফরহাদ আহমেদের বাড়ি (বাঘাবাড়ি) লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এতে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে বাঘাবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে কামাল পাশা বলেন, “আমি সোমবার ও আজকে একটি খেলার মাঠ পরিদর্শনে বাঘাবাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আওয়ামী পরিবারের সদস্যরা আমার ওপর হামলা করে। পরে আমার লোকজন আমাকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় আমার ১৫ জন কর্মী আহত হয়েছেন।”

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ফরহাদ আহমেদ বলেন, “আমি দুই দিন ধরে কিশোরগঞ্জে রয়েছি। আমি জেলা স্বেচ্ছাসেবক কমিটিতে স্থান পাওয়ার পর থেকে কামাল পাশা এলাকা দখলের চেষ্টা চালিয়ে আসছেন। মঙ্গলবার সকালে তিনি পরিকল্পিতভাবে কয়েক শ’ লোক নিয়ে আমাদের বাড়িঘরে হামলা চালান। তারা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে এবং আমাদের ১৫ থেকে ২০ জনকে আহত করে।”

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমি ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ