27.8 C
Dhaka
Sunday, July 13, 2025

ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি: হাসনাত আবদুল্লাহ

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ১১ জুলাই:
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি।”

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। যদিও স্ট্যাটাসে তিনি সরাসরি কোনো ঘটনার কথা উল্লেখ করেননি, তবে মিটফোর্ড এলাকায় ঘটে যাওয়া সোহাগ হত্যাকাণ্ডের প্রসঙ্গেই তার এই মন্তব্য বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সন্ধ্যায় মিটফোর্ড এলাকায় চাঁদ মিয়া ওরফে সোহাগ (৩৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত সোহাগ ওই এলাকায় ভাঙারি ব্যবসা এবং পুরোনো বৈদ্যুতিক কেবল কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মিটফোর্ডে বিদ্যুতের তামার তার ও সাদা তারের ব্যবসা নিয়ে সোহাগের সঙ্গে মহিন ও টিটু নামে আরও দুইজনের বিরোধ চলছিল। তারা বাণিজ্যের ৫০ শতাংশ নিয়ন্ত্রণ দাবি করেছিল এবং সোহাগ তা না মানায় নিয়মিত চাঁদা দেওয়ার চাপ দিচ্ছিল। এই দ্বন্দ্ব থেকেই সোহাগের ওপর হামলার ঘটনা ঘটে।

ঘটনার দিন সন্ধ্যায় ‘ঝামেলা মিটমাটের’ কথা বলে সোহাগকে বাসা থেকে ডেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই আগে থেকে অবস্থান করা দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ