21 C
Dhaka
Saturday, January 17, 2026

রংধনু গ্রুপ পরিচালকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

advertisment
- Advertisement -spot_img

আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হত্যামামলাসহ পৃথক চারটি মামলায় রংধনু গ্রুপের পরিচালক ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন ।

এদিকে মিজানের পক্ষে রূপগঞ্জের চনপাড়া এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আদালতে মহড়া দিতে দেখা গেছে । তারা বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীকে ছবি তুলতে ও ভিডিও করতে বাধা দেন।

বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, ‘রূপগঞ্জে স্কুলছাত্র রোমান হত্যাসহ চারটি মামলায় আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রোমান হত্যায় পাঁচ দিন, দুটি মামলায় দুই দিন এবং একটি মামলায় এক দিনের রিমান্ড দেওয়া হয়। আমরা প্রত্যাশা করি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।’

আদালতে মিজানের পক্ষে সন্ত্রাসীদের মহড়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘স্বাধীন দেশে আদালত প্রাঙ্গণে সন্ত্রাসীরা মহড়া দেবে এটা মেনে নেওয়া যায় না। যারা মহড়া দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবেন আশা করছি।’

গত ১৭ সেপ্টেম্বর ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করে পুলিশ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ