এক সময় তিতুমীর কলেজকে ছাত্ররাজনীতি মুক্ত রাখার আহ্বান জানানো মুনতাসীর আনসারি এখন একই কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) ছাত্রশিবিরের তিতুমীর কলেজ শাখা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন কমিটি ঘোষণা করে।
সেক্রেটারি নির্বাচিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় মুনতাসীরের একটি পুরোনো ফেসবুক পোস্টের স্ক্রিনশট। ২০২৪ সালের ৭ আগস্ট ‘সরকারি তিতুমীর কলেজ, ঢাকা’ নামক একটি ফেসবুক গ্রুপে তিনি ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন।
ভাইরাল সেই পোস্টে মুনতাসীর লিখেছিলেন:
“আমরা অর্থনীতি বিভাগ, ২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা সবাই একমত— ক্যাম্পাসে কোনো রাজনীতি চলবে না। আপনারা অন্যান্য বিভাগ থেকেও আওয়াজ তুলুন, সবাই এক হোন। আমরা চাই, সবাই সমানভাবে ক্যাম্পাসে চলাচল করুক। একটাই কথা— রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। পাশাপাশি ছাত্রদের দাবিদাওয়া উত্থাপনের জন্য ছাত্র সংসদ চালুর জোর দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে জানতে চাইলে মুনতাসীর আনসারি সাংবাদিকদের বলেন,
“আমি সাংগঠনিক কাজে ব্যস্ত আছি। আমাদের কন্টাক্ট চলতেছে। আমি এই মুহূর্তে মন্তব্য করতে পারবো না। বিকেল তিনটা থেকে আবার আরেকটি কাজ আছে।”
তিনি আরও জানান, সন্ধ্যার মধ্যে এ বিষয়ে বিস্তারিত আপডেট দেবেন।


