17 C
Dhaka
Saturday, January 17, 2026

৫ অথবা ৮ আগস্ট নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৫ অথবা ৮ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে পারেন।

একাধিক সরকারি সূত্র জানিয়েছে, ভাষণের দিন-তারিখ ও সময় এখনো চূড়ান্ত না হলেও এই দুটি গুরুত্বপূর্ণ দিনের একটির সঙ্গে ভাষণ মিলিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ৫ আগস্ট দিনটি প্রতীকি অর্থে গুরুত্বপূর্ণ, কারণ এই দিন ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। অন্যদিকে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক গঠনের দিন।

সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার গঠনের তারিখের চেয়ে আন্দোলনের বিজয়ের দিনটিকে (৫ আগস্ট) বেশি গুরুত্ব দিতে চাইছেন অধ্যাপক ইউনূস। ফলে ভাষণ ৫ আগস্টই দেওয়ার সম্ভাবনা প্রবল। একই দিনে বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করবে সরকার—এ ঘোষণাও দেওয়া হয়েছে গতকাল শনিবার।

নির্বাচনের সময়সূচি ঘোষণার পর, নির্বাচন কমিশনকে তপশিল ঘোষণার আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা—এমনটিই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে, গত ২৬ জুলাই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস জানান, খুব শিগগিরই নির্দিষ্ট নির্বাচনের সময় জানানো হবে। বৈঠক শেষে জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান এবং ১২ দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার বলেন, “প্রধান উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই তিনি নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করবেন।”

তবে এর আগেই সম্ভাব্য সময়সূচির ইঙ্গিত দেন অধ্যাপক ইউনূস। ৯ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করতে হবে, আর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যে।

তারও আগে, গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছিলেন, নির্বাচন ২০২৬ সালের রমজানের আগেই হবে। সবকিছু বিবেচনায়, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা সবচেয়ে বেশি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ