20 C
Dhaka
Friday, January 16, 2026

ডাকসু নির্বাচনে বাগছাস সমর্থিত প্যানেল ঘোষণা

advertisment
- Advertisement -spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামে পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করে সংগঠনটি।

ঘোষিত প্যানেলে ভিপি (সহ-সভাপতি) পদে আব্দুল কাদের, জিএস (সাধারণ সম্পাদক) পদে আবু বাকের মজুমদার এবং এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে আশরেফা খাতুনের নাম ঘোষণা করা হয়।

এদিন দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে আলাদা এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও তাদের প্যানেল ঘোষণা করেন।

সেখানে ভিপি পদে মনোনয়ন পান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। জিএস পদে মনোনীত হন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম। আর এজিএস পদে মনোনয়ন পান বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ