20 C
Dhaka
Friday, January 16, 2026

ভিপি প্রার্থী কাদেরের পক্ষে ভোট চাইলেন নাহিদ

advertisment
- Advertisement -spot_img

ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) মনোনীত ভিপি প্রার্থী আব্দুল কাদেরের জন্য ভোট চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ভোটের আহ্বান জানান।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, আব্দুল কাদের কখনো সমীকরণে থাকে না। গণঅভ্যুত্থানের সময় আমরা কখনো ভাবিনি কাদের এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কাদের নীরবে-নিভৃতে সবসময় কাজ করেছে। জুলাইয়ের আগে ও পরে সমানভাবে কাজ করেছে। কাদেররা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন জাতির প্রয়োজন হয়।

তিনি আরও লেখেন, গত ১ বছরে অনেক কিছু ঘটেছে। সবাই গণঅভ্যুত্থানের অংশীদারিত্ব বুঝে নিয়েছে। কিন্তু কাদের সযত্নে নিজেকে সবকিছু থেকে আলাদা রেখেছে। যদিও অনেক কিছুর দায়ভার কাদেরদের ওপর এসে পড়েছে।

নাহিদ বলেন, ৯ তারিখ ডাকসু নির্বাচনে কাদের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। সব সমীকরণ পাল্টে দিয়ে কাদের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে—এই প্রত্যাশা রাখি। মাটি থেকে উঠে আসা নেতা আব্দুল কাদের! সাহস ও দেশপ্রেমের প্রতীক আব্দুল কাদেরের জয় হোক!

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ