ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবিলা করতে না পেরে তার ফেসবুক আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আবিদ বলেন, “আগেই সাইবার অ্যাটাকের শঙ্কা করেছিলাম, আজ সেই শঙ্কাই সত্য হলো। সকালে ঘুম থেকে উঠে বাহিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন দেখি আমার ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে।”
তিনি আরও জানান, বিভিন্ন প্রমাণ দিয়ে আপিল করার পর আইডিটি ফিরিয়ে আনা হয়েছিল। পরে একটি পোস্টে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তবে প্রায় ঘণ্টাখানেক পর আবারও তার আইডি ডিজেবল করে দেওয়া হয়। “আবার আপিল করেছি। কিন্তু নির্বাচনের আগে ফিরে পাব কি না, জানি না,” বলেন তিনি।
ভিপি প্রার্থী বলেন, ফেসবুক আইডির মাধ্যমেই তাদের প্রচারণা শিক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছিল। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে একটি পক্ষ এই সাইবার আক্রমণ চালিয়েছে।
তিনি আরও বলেন, “৫ আগস্টের আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করেছি। ৫ আগস্টের পর সুস্থ রাজনীতি চর্চা করতে গিয়ে একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে। যারা শিক্ষার্থীদের মানবাধিকারে বিশ্বাস করে না এবং তাদের মতপ্রকাশকে ভয় পায়।”
একই সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, “আগে দেশের পক্ষে কথা বললে গুম করা হতো, আর এখন সাইবার অ্যাটাক করা হচ্ছে। যারা সাইবার অ্যাটাক চালাচ্ছে তাদের বিরুদ্ধে আগামীকাল ভোটাররা ব্যালট অ্যাটাক দেবে।”


