24 C
Dhaka
Friday, January 16, 2026

জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনার প্রস্তুতি

advertisment
- Advertisement -spot_img

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সিনেট ভবনে চলছে ভোট গণনার প্রস্তুতি। বিভিন্ন কেন্দ্রে গড়ে ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৭৫৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৯ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে নারী ৬ জন ও পুরুষ ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দেন।

মোট প্রার্থীর মধ্যে নারী ২৫ শতাংশ এবং পুরুষ ৭৫ শতাংশ। জিএস পদে ১৫ জন প্রার্থীর মধ্যে মাত্র ২ জন নারী। চারটি পদে কোনো নারী প্রার্থী ছিলেন না। সবগুলো হল সংসদ মিলিয়ে প্রার্থীদের মধ্যে ২৪ দশমিক ৪ শতাংশ ছিলেন ছাত্রী। এছাড়া ছাত্রীদের ৫টি হলে ১৫ পদে কোনো প্রার্থী ছিলেন না।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ