24 C
Dhaka
Friday, January 16, 2026

আমরা সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই: জিএস ফরহাদ

advertisment
- Advertisement -spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে কার্যনির্বাহী পরিষদের প্রথম সভার মধ্য দিয়ে তারা দায়িত্ব নেন।

সভা শেষে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ বলেন, “আমরা সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের কথা বলতে চাই। এ বিষয়ে আমরা একমত হয়েছি। কী কী কাজ হতে পারে, তার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা খুব দ্রুত তৈরি করে বাস্তবায়নে নামতে চাই।”

তিনি আরও বলেন, “নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে সিনেটে পাঁচ প্রতিনিধি পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। সভার সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে। ২০১৯ সালে ডাকসু হয়েছিল, এরপর নিয়মিত হয়নি। এবার ট্রেজারার কে হবেন, সেটিও আমরা সিদ্ধান্ত নিয়ে প্রকাশ করব। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, সেই মূলনীতি নিয়েও আলোচনা হয়েছে।”

সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি ফুল দিয়ে শুভেচ্ছা জানান বলে উল্লেখ করে ফরহাদ বলেন, “আমাদের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানিয়েছি। এরপর ভিপি, কোষাধ্যক্ষ ও সভাপতি বক্তব্য দিয়েছেন। এভাবেই প্রথম কার্যনির্বাহী সভার কার্যক্রম সম্পন্ন হয়েছে।”

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শীর্ষ তিন পদসহ মোট ২৮টির মধ্যে ২৩টি পদে জয়ী হন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। বাকি পাঁচটি পদের মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী এবং একটিতে বামপন্থী প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থী নির্বাচিত হন।

সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খানসহ অন্য নির্বাচিত প্রতিনিধিরা।

সভা শেষে ভিপি সাদিক কায়েম বলেন, “এর মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন করবেন, আর আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। এ নির্বাচনে কেউ হারেনি, আমরা সবাই মিলেই কাজ করব।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ