24 C
Dhaka
Friday, January 16, 2026

ডাকসু নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে: ইউটিএল

advertisment
- Advertisement -spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার দুই সপ্তাহ পর কিছু ছাত্র সংগঠন ও শিক্ষকদের ফোরাম নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। তাদের দাবি, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর স্বাধীন রায়কে অসম্মান করা এবং গণতান্ত্রিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা।

শনিবার বিকেলে ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ইউটিএল এই অভিযোগ তোলে। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস।

তিনি বলেন, “ডাকসু শুধু ছাত্র নেতৃত্বের মঞ্চ নয়, বরং এটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, নিরাপত্তা, নীতি ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই শিক্ষকদের দায়িত্ব থেকেই আমরা শুরু থেকে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মতামত, শঙ্কা ও দাবি পেশ করেছি, নির্বাচন পর্যবেক্ষণ করেছি এবং নির্বাচনের স্বার্থে বিবৃতি দিয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, নির্বাচন শেষ হওয়ার দুই সপ্তাহ পর কিছু সংগঠন এটিকে বিতর্কিত করার চেষ্টা করছে। এটি শিক্ষার্থীদের মুক্ত রায়কে অসম্মান এবং একদলীয় মানসিকতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়।”

সংবাদ সম্মেলনে ইউটিএল জানায়, নির্বাচনের দিনটি ছিল উৎসবমুখর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক চর্চার প্রাণবন্ত উদাহরণ। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণ প্রমাণ করেছে যে তারা ভীতিকর রাজনৈতিক সংস্কৃতি ও প্রোপাগান্ডার বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম।

এ সময় সংগঠনটি তিনটি দাবি তোলে—

১. বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে নির্বাচন সংশ্লিষ্ট অযৌক্তিক প্রশ্নের সমাধান করতে হবে এবং শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগের পর কোনো হয়রানি বা ম্যান্ডেট কেড়ে নেওয়ার মতো কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
২. সাদা দলের শিক্ষকদের প্রত্যক্ষ অংশগ্রহণে পরিচালিত নির্বাচনকে সাদা দলের প্যাডে বিবৃতি দিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে—এই বিবৃতি প্রত্যাহার করতে হবে।
৩. ২০২৫ সালের ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো তৎপরতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ