16 C
Dhaka
Saturday, January 17, 2026

দলীয় লোগো পরিবর্তনের পথে জামায়াতে ইসলামী

advertisment
- Advertisement -spot_img

দলীয় লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন লোগো প্রকাশ করতে যাচ্ছে দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াত তাদের ঐতিহ্যবাহী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ অক্ষুণ্ণ রেখে জাতীয় পতাকার অনুপ্রেরণায় তৈরি করছে নতুন এই লোগো। এরই মধ্যে কয়েকটি নকশা তৈরি হয়েছে এবং তা নিয়ে নির্বাহী পরিষদের মধ্যে আলোচনা চলছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তোলা এক ছবিতে জাতীয় পতাকার আদলে তৈরি জামায়াতের একটি নতুন লোগো প্রকাশ্যে আসে, যা ঘিরে শুরু হয় আলোচনা।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, “আমিরের নির্দেশনায় লোগো পরিবর্তনের কাজ চলছে। কয়েকটি ডিজাইন তৈরি হয়েছে, তবে কোনটি চূড়ান্ত হবে তা এখনও নির্ধারিত হয়নি। ছবিতে যেটি দেখা গেছে, তা ভুলবশত প্রকাশ পেয়েছে।”

তিনি আরও জানান, আগের লোগো কখনোই অফিসিয়ালি ব্যবহার করা হয়নি, বরং গণমাধ্যমে ব্যবহৃত হতো। নতুন লোগো চূড়ান্ত হলে সেটিই হবে জামায়াতে ইসলামীর অফিসিয়াল প্রতীক।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ