18 C
Dhaka
Thursday, January 15, 2026

মিডিয়া রং ছড়িয়েছে — রিপন ভরণপোষণ দেন না, এমন কথা ঠিক না: রিপনের বাবা

advertisment
- Advertisement -spot_img

‘রিপন ভিডিও’ নামে পরিচিত রিপন মিয়া দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের একজন। দীর্ঘদিন ধরেই তিনি ছোট ছোট ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে কাজ করছেন। সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তা আরও বেড়েছে — বিজ্ঞাপন, সিনেমার প্রচারণা ও বিভিন্ন বাণিজ্যিক কাজেও যুক্ত হতে দেখা গেছে তাকে।

মঙ্গলবার দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল রিপন মিয়াকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয়— তার বাবা-মায়ের দাবি অনুযায়ী রিপন তাদের ভরণপোষণ দেন না। খবরটি প্রকাশের পর দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এদিকে, নতুন এক সাক্ষাৎকারে রিপন মিয়ার বাবা সেই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, রিপন ভরণপোষণ দেন না— এমন কথা সত্য নয়। তার দাবি, “মিডিয়া রং ছড়িয়েছে, এমন রঙ ছড়ানোর কোনো মানে নেই।”

রিপনের বাবা বলেন, “আল্লাহ দুইটা গরু দিছে, লাখ টাকার সম্পদ দিছে, আমি ভালোই চলতেছি। ছেলের কাছে আমি যাই না, তবুও রাস্তায় পাইলে পাঁচশ, এক হাজার টাকা দিতেই আছে। বিদেশ থেকে আসলে আমারে সালাম করে, পায়ে ধরে সম্মান করে। আমার ছেলে খারাপ কোন দিক থেইকা? আমি তো খারাপ পাই নাই।”

স্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, “ওর মা বলছে একটা কথা, কষ্ট করে মানুষ করছে, তাই বলতেই পারে— এটা স্বাভাবিক।”

টেলিভিশনে প্রচারিত সংবাদটি সত্য কি না— এমন প্রশ্নে রিপনের বাবা বলেন, “এমন কথা সত্য না। তারা আমার ছেলের খারাপ করছে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ