24 C
Dhaka
Friday, January 16, 2026

চাকসু নির্বাচনে শীর্ষ পদে জয় শিবিরের, এজিএসে ছাত্রদলের তৌফিক

advertisment
- Advertisement -spot_img

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী, আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।

ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ৭,২২১ ভোট ও জিএস পদে সাঈদ বিন হাবিব ৭,২৯৫ ভোট পেয়েছেন। এজিএসে আইয়ুবুর রহমান তৌফিক ৬,৪৪১ ভোট পেয়েছেন।

ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। চাকসুর ২৬টি কেন্দ্রীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪১৫ প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে লড়েছেন ৪৯৩ প্রার্থী।

ফলাফল ঘোষণার আগে কিছু কেন্দ্রের বাইরে উত্তেজনা দেখা দেয়। ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে অবস্থান নেন, তবে কোনো গুরুতর সংঘর্ষের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।

চাকসুর নতুন নেতৃত্বে শিবিরের রনি ও হাবীব, আর ছাত্রদলের তৌফিক, কেন্দ্রীয় ও হল-হোস্টেল সংসদে কার্যকরী ভূমিকা পালন করবেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ