20 C
Dhaka
Thursday, January 15, 2026

দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম

advertisment
- Advertisement -spot_img

দুধ দিয়ে গোসল করে মৌখিকভাবে রিয়া মনিকে তালাক দিয়েছেন হিরো আলম। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেন তিনি।

হিরো আলম জানান, ডিভোর্সের কাগজপত্র তার উকিল চূড়ান্ত করেছেন। কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়া মনি তালাকের কাগজ পাবেন। তিনি আরও বলেন, “আর যদি কোনোদিন রিয়া মনিকে বউ দাবি করে আপনাদের, মিডিয়ার সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা কইরেন।”

এর আগে, শনিবার এক ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছিলেন, “আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত দুধ নিয়ে আসতেছে আমাকে গোসল করানোর জন্য। আজ আফতাবনগর এম ব্লক রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করবো।”

স্ত্রীকে তালাক দেওয়ার পরই বিয়ে করবেন—এমন গুঞ্জন ছড়ালেও হিরো আলম জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, “এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আমি একা তাদের মানুষ করতে পারবো না। আগে দুইটা বিবাহ করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল। মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। এ কারণে সংসারটা করা হলো না।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ