পুরান ঢাকার আরমানিটোলায় ছাত্রদল নেতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর বংশালের নূর বক্স রোডের রৌশান ভিলা থেকে ওই ছাত্রীকে আটক করা হয়।
আটক ছাত্রী বর্ষা আক্তার জুবায়েদের ছাত্রী ছিলেন। জুবায়েদ তাকে বাসায় গিয়ে পড়াতেন। টিউশনিতে যাওয়ার সময়ই শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আরমানিটোলার ওই বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে নিহত হন তিনি।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী জানান, “প্রাথমিকভাবে ছাত্রী বর্ষা আক্তারকে আটক করা হয়েছে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরও নজরদারিতে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা দুইজন সন্দেহভাজনকে শনাক্ত করেছি। তাদের আটকের জন্য একাধিক টিম কাজ করছে। আশা করছি খুব দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “তদন্তের স্বার্থে আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে না।”
এর আগে বিকেলে হত্যার পরপরই এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানায়। ঘটনার পর থেকে পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে উপস্থিত থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আলামত সংগ্রহ করে।
পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে।


