15 C
Dhaka
Friday, January 16, 2026

‘জীবন থেকে পালাতে চেয়েছিলেন’ মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে নিহত ব্যক্তি

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর ফার্মগেট মেট্রো রেলস্টেশনের কাছে মেট্রোরেলের একটি পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে আবুল কালাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছিলেন, “ইচ্ছে তো অনেক… আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।”

রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার কিছু আগে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালামের সঙ্গে থাকা পাসপোর্টের তথ্যে জানা যায়, তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের জলিল চোকদারের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় বসবাস করতেন।

আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্র্যাভেল এজেন্সি পরিচালনা করতেন। স্বজনদের বরাতে জানা গেছে, ব্যবসায়িক কাজে তিনি নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন।

পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। তার ছেলে আব্দুল্লাহর বয়স ৫ বছর এবং মেয়ে সুরাইয়া আক্তারের বয়স ৩ বছর।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ