17 C
Dhaka
Saturday, January 17, 2026

আলোক স্বল্পতায় বন্ধ প্রথম দিনের খেলা

advertisment
- Advertisement -spot_img

কানপুর টেস্টে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় টাইগাররা। দ্বিতীয় সেশনের শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বাংলাদেশ।

বর্তমানে আলোর স্বল্পতায় বন্ধ রয়েছে খেলা। গ্রিন পার্ক স্টেডিয়ামের চারপাশটা অন্ধকার হয়ে এসেছে। যার কারণে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। দুই দলই ড্রেসিংরুমে ফিরে গেছে।   

টস হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তবে তা ধরে রাখতে পারেননি তারা। দলীয় ২৯ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

২৪ বলে খেলেও রানের খাতা খুলতে পারেননি জাকির। তার বিদায়ের পর ৩৬ বলে ২৪ রান করে সাজঘরে ফিরে যান সাদমান। এই দুই ওপেনারকে আউট করেন পেসার আকাশ দীপ।

এরপর মুমিনুল হককে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে দলীয় ৮০ রানে ৫৭ বলে ৩১ রান করে আউট হন শান্ত। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল। 

আলোর স্বল্পতার কারণে ৩৫ ওভার শেষে খেলা বন্ধ রয়েছে। ৩ উইকেটে ১০৭ সংগ্রহ করেছে বাংলাদেশ। মুমিনুল ৮১ বলে ৪০ ও মুশফিক ১৩ বলে ৬ রানে অপরাজিত আছেন।  

সুত্র২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ