17 C
Dhaka
Saturday, January 17, 2026

বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

advertisment
- Advertisement -spot_img

বৃষ্টির কারণে কানপুর টেস্টের দ্বিতীয় দিনে মাঠে গড়ায়নি একটি বলও। দীর্ঘ সময় অপেক্ষা করেও বৃষ্টি থামার কোনো লক্ষ্মণ না দেখলে পরিত্যক্ত ঘোষণা করা হয় দিনের খেলা। 

অর্থাৎ ৩ উইকেট খরচায় ১০৭ রানে তৃতীয় দিনে ব্যাট করতে নামবে বাংলাদেশ। ৪০ রানে মুমিনুল হক ও ৬ রানে উইকেটে আসবেন মুশফিকুর রহিম।

এর আগে, চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে হারের পর কানপুরে একাদশে দুটি পরিবর্তন আনে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১ ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচে টসে হেরে শুরুতে ব্যাট করতে নামলে লাঞ্চ বিরতি পর্যন্ত ২ উইকেট হারায় বাংলাদেশ। 

এরপর লাঞ্চ বিরতির পর অধিনায়ক নাজমুল শান্ত ফিরে যান ৩১ রান করে। খানিক পর বৃষ্টি শুরু হলে কিছুক্ষণ অপেক্ষা করে পরিত্যক্ত ঘোষণা করা হয় দিনের খেলা। প্রথম দিনে মোট ৩৫ ওভার ব্যাট করে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ