17 C
Dhaka
Saturday, January 17, 2026

উদ্বোধনী জুটিতে দলীয় শতকের রেকর্ড রোহিত-কোহলিদের

advertisment
- Advertisement -spot_img

প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রানের জবাবে রেকর্ড বই এলোমেলো করে দিয়েছে ভারত। প্রথম তিন ওভারে ৫১ রান তুলে বিশ্বরেকর্ড গড়ার পর, এবার আরো রেকর্ড গড়লো রোহিত শর্মার দল।

টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে  সবচেয়ে কম বল খেলে টেস্টে দলীয় একশো রান স্পর্শ করার রেকর্ড এখন ভারতের। কানপুর টেস্টে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ভারত ১০.১ ওভার তুলেছে ১০০ রান।  এর আগের রেকর্ডটিও ছিল অবশ্য ভারতের দখলে।  

২০২৩ সালে পোর্ট অব স্পেনে ১২.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলীয় শতক পূর্ণ করেছিল ভারত। এবার তার চেয়েও কম বল খেলে নিজেদের পুরনো রেকর্ড ভেঙেছে ভারত।

এই তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে শ্রীলংকা। বাংলাদেশের বিপক্ষে কলম্বোতে ২০০১ সালে ১৩.১ ওভারে দলীয় শতক পূর্ণ করেছিল তারা।

এরপর চতুর্থ নম্বরে রয়েছে বাংলাদেশ। ২০১২ সালে মিরপুর টেস্টে ১৩.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলীয় শতকের দেখা পায় বাংলাদেশ। 

ঠিক ১৩.৪ ওভারে পাকিস্তানের বিপক্ষে ২০২২ সালে করাচি টেস্টে দলীয় শতক পূর্ণ করেছিল ইংল্যান্ড।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ