17 C
Dhaka
Saturday, January 17, 2026

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন গ্রিজম্যান

advertisment
- Advertisement -spot_img

ফ্রান্সের ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী তারকা আন্তোয়ান গ্রিয়েজম্যান আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দেশের জার্সিতে ১০ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

এক্স-এ ফ্রান্সের সহঅধিনায়ক বলেছেন, ‘হৃদয় ভরা স্মৃতি নিয়ে আমি আমার জীবনের এই অধ্যায়ের ইতি টানছি।’

২০১৪ সালের মার্চে ফ্রান্সের জার্সিতে অভিষেক হয় গ্রিয়েজম্যানের। ১৩৭ ম্যাচ খেলেছেন তিনি। তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল উগো লরিস (১৪৫) ও ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী লিলিয়ান থুরাম (১৪২)।

ফ্রান্সের সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় গ্রিয়েজম্যান ৪৪ গোল করে চতুর্থ। অলিভিয়ের জিরুদ, থিয়েরি অঁরি ও বর্তমান অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের পরে তার অবস্থান।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ