সৌদি প্রো লিগে একের পর এক গোল করে চলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেইসঙ্গে জয়ের ধারা অব্যাহত রেখেছে তার দল আল নাসর। সবশেষ আল ওরোউবাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা। দলের পক্ষে রোনালদো একটি ও সাদিও মানে করেন দুটি গোল।
শনিবার (৬ অক্টোবর) ম্যাচের ১৭ মিনিটে লিড নেয় আল নাসর। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এই নিয়ে চলতি মৌসুমে রোনালদোর গোল হলো ৮টি। সব মিলিয়ে তার গোল এখন ৯০৫টি।
এরপর ম্যাচের ২৯ মিনিটে রোনালদোর অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৭১ মিনিটে আবারও গোলের দেখা পান মানে। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এই ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে আছে রোনালদোর দল। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল।


