17 C
Dhaka
Sunday, January 18, 2026

জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানালে তীব্র প্রতিবাদ করবো: হাসনাত আব্দুল্লাহ

advertisment
- Advertisement -spot_img

জাতীয় পার্টিকে(জাপা) সংলাপে আমন্ত্রণ জানানো হলে তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করবেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার দিবাগত মধ্যরাতে তার ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা বলেন তিনি।

ওই পোস্টে তিনি বলেন, ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করবো।’

সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় সংলাপ করছেন। গত শনিবার প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদসহ পাঁচটি দল এবং গণতন্ত্র মঞ্চসহ তিনটি জোট অংশ নেয়। তবে সংলাপে জাপাকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ