16 C
Dhaka
Saturday, January 17, 2026

অবশেষে বিপিএলে দল পেলেন শান্ত ও লিটন

advertisment
- Advertisement -spot_img

বিপিএলের ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে। এর আগেই দেশি ও বিদেশি খেলোয়াড়দের মূল্যতালিকা এবং ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, নাজমুল হোসেন শান্ত এবং উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস দলে ভিড়েছেন।

ড্রাফটের প্রথম পর্বে প্রতি দলে দুজন খেলোয়াড়কে ডাকা হয়। এই পর্বে ১৪ জন খেলোয়াড় দলে স্থান পেলেও বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবিক্রীত ছিলেন। অবশেষে তাকে তৃতীয় ডাক হিসেবে ফরচুন বরিশাল দলে নিয়েছে।

অন্যদের মধ্যে সৌম্য সরকার (রংপুর), ইমরুল কায়েস (খুলনা), আল আমিন হোসেন (সিলেট), খালেদ আহমেদ (চট্টগ্রাম), মুকিদুল ইসলাম (ঢাকা) এবং ইয়াসির আলী (রাজশাহী) দলে স্থান পেয়েছেন।

লিটন কুমার দাসকে প্রথমে দুর্বার রাজশাহী দলে নিতে চেয়েছিল, পরে ঢাকা ক্যাপিটালসও সুযোগ নেয়। শেষ পর্যন্ত, নতুন মালিকানার দলের ক্যাটাগরি ‘এ’ থেকে উইকেটকিপার-ব্যাটসম্যান লিটনকে দলে নেয়। এছাড়া মাহমুদউল্লাহকেও ফরচুন বরিশাল দলে নিয়েছে, যেখানে তিনি গত বছরও খেলেছিলেন।

এখন পর্যন্ত দল পাওয়া খেলোয়াড়রা হলেন:

  • রাজশাহী: তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন।
  • ঢাকা: লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ।
  • চট্টগ্রাম: শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম।
  • খুলনা: হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম।
  • রংপুর: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান।
  • সিলেট: রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি।
  • বরিশাল: মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল।

এবার সাতটি দল বিপিএল ২০২৫-এর একাদশ আসরে অংশগ্রহণ করছে: ঢাকা ক্যাপিটাল, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম কিংস।

৬টি ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে। দেশের খেলোয়াড়দের জন্য ‘এ’ শ্রেণির সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের নামও উঠছে। ‘এ’ ক্যাটাগরিতে ২০ জন ক্রিকেটার সর্বোচ্চ ৭০ হাজার ডলার মূল্যের। এবার ক্যাটাগরি ‘এ’-তে থাকা ক্রিকেটারদের মূল্য কমানো হয়েছে, যা আগে ছিল ৮০ লাখ টাকা।

এছাড়া নতুন করে ৩টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তিত হয়েছে এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার থাকবে না, বরং নতুন দল হিসেবে দুর্বার রাজশাহী যোগ হচ্ছে।

নির্ধারিত সময় অনুযায়ী, বিপিএল ১১তম আসর আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ