রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক দিনে ৭৯৯টি মামলা এবং ৩৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এছাড়াও, অভিযানের সময় ৫৩টি গাড়ি ডাম্পিং এবং ২৯টি গাড়ি রেকার করা হয়েছে।
রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে, যার ফলে এসব মামলা ও জরিমানা করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের কার্যক্রম চলতে থাকবে।


