16 C
Dhaka
Saturday, January 17, 2026

ক্লিয়ারেন্স পাওয়ার পরই সাকিবকে দলে নিয়েছে চট্টগ্রাম

advertisment
- Advertisement -spot_img

সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছিল দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে। তবে সেই জল্পনা অবশেষে শেষ হয়েছে। দেশসেরা অলরাউন্ডার আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দেশে ফিরছেন বলে জানা গেছে। এছাড়াও, তিনি আসন্ন বিপিএলেও অংশ নেবেন।

চিটাগাং কিংস বিপিএলের ১১তম আসরের জন্য সাকিবকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। নিলামের পর তার খেলা নিয়ে নিশ্চিত হতে চাইলে, দলটি জানায় যে, সাকিবের ক্লিয়ারেন্স পাওয়ার পরই তাকে দলে ভেড়ানো হয়েছে।

চিটাগাং কিংসের মালিক সাব্বির জানান, ‘আমরা সাকিবের খেলার ক্লিয়ারেন্স পেয়েছি এবং সেই নিশ্চিতকরণের পরই চুক্তি করেছি। আমরা রংপুরের সাথেও আলাপ করেছি, তাদের সাথে কোনো জটিলতা নেই বলে নিশ্চিত হয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি তার খেলা নিয়ে কোনো সমস্যা হবে না।’

সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে তার পরিবারের সঙ্গে রয়েছেন এবং বিপিএলের নিলামেও উপস্থিত হতে পারেননি। তবে দূর থেকেই চট্টগ্রামের দল তৈরিতে সাহায্য করেছেন তিনি।

চট্টগ্রামের মালিক বলেন, ‘নিলামে সাকিব শারীরিকভাবে উপস্থিত না থাকলেও, তিনি দল গঠনের ব্যাপারে পরামর্শ দিয়েছেন। তার ইনপুট অনুযায়ী দল সাজিয়েছি, এবং আমরা বেশ ভালোভাবে দল তৈরি করতে পেরেছি। এবারও আমরা ভালো করার আশায় আছি।’

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ