32.5 C
Dhaka
Thursday, July 24, 2025

শেখ মুজিবকে জাতির জনক মনে করে না এ সরকার- উপদেষ্টা নাহিদ

advertisment
- Advertisement -spot_img

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে বিবেচনা করে না।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সাংবাদিকদের প্রশ্ন ছিল, “বঙ্গবন্ধুকে কি জাতির জনক হিসেবে স্বীকৃতি দেয়া হবে?” জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগ তাকে বিতর্কিত করেছে এবং দলটি ফ্যাসিবাদী পদ্ধতিতে ক্ষমতায় ছিল। গণহত্যা, গুম এবং ভোটাধিকারের হরণ করে তারা শাসন করেছে। ফলে, আওয়ামী লীগ যাকে জাতির জনক বলেছে বা যে দিবসগুলোকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে, তা নতুন বাংলাদেশে বহাল থাকবে না। আমরা বাংলাদেশের নতুন রূপায়ন করতে চাই, তাই ইতিহাসের নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার অবশ্যই বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে না। আমাদের ইতিহাসে অনেক মানুষের অবদান রয়েছে। শুধুমাত্র ১৯৫২ থেকে আমাদের ইতিহাস শুরু হয়নি, আমাদের রয়েছে ব্রিটিশবিরোধী আন্দোলন, ১৯৪৭ এবং ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, এবং ১৯৯০-এর গণআন্দোলন। আমাদের অনেক ফাউন্ডিং ফাদার আছেন, যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন।”

নাহিদ ইসলাম জানান, আওয়ামী লীগের চাপিয়ে দেওয়া কিছু জাতীয় দিবসকে অগুরুত্বপূর্ণ মনে করে বাতিল করা হচ্ছে, এবং গণআন্দোলনের মাধ্যমে নতুন দিবস ঘোষিত হতে পারে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ