18 C
Dhaka
Saturday, January 17, 2026

৩৬ বছর পর ভারতের মাটিতে কিউইদের টেস্ট জয়

advertisment
- Advertisement -spot_img

ভারতের মাটিতে ১০০ রানের বেশি টার্গেট তাড়া করে টেস্ট জয়ের শেষ স্মৃতি দক্ষিণ আফ্রিকার। ২০০০ সালের পর এমন কোনো সাফল্য দেখা যায়নি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১০৭ রানের লক্ষ্য দিয়েও ভারতের জয় নিশ্চিত হয়েছিল। কাকতালীয়ভাবে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মার দলও ঠিক ১০৭ রানের লক্ষ্য দেয়। কিন্তু এবার কোনো রূপকথা হয়নি, নিউজিল্যান্ড ৮ উইকেটে বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পঞ্চম দিনে বৃষ্টির শঙ্কা থাকলেও প্রকৃতি ভারতের পক্ষে কাজ করেনি। জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ সুইংয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের চাপে ফেলতে চেষ্টা করেন, ৩৫ রানে ২ উইকেটও তুলে নেন। কিন্তু উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র দায়িত্বশীল ব্যাটিং করে বাকি পথ পাড়ি দেন। ইয়ং ৪৫ এবং রাচিন ৩৯ রানে অপরাজিত থেকে কিউইদের জয় নিশ্চিত করেন।

নিউজিল্যান্ড ভারতের মাটিতে সর্বশেষ টেস্ট জয় পেয়েছিল ১৯৮৮ সালে। দীর্ঘ ৩৬ বছর পর আবারও ভারতের মাটিতে তারা টেস্ট জয়ের স্বাদ পেল। এটা ভারতের মাটিতে নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট জয়। যদিও ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে জয় ছিল তাদের স্মরণীয় সাফল্য।

ভারত প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে বিপর্যয়ের মুখে পড়ে। তবে দ্বিতীয় ইনিংসে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৪৬২ রান সংগ্রহ করে। যদিও তারা প্রথম ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে ছিল, যা টেস্ট ইতিহাসে অন্যতম বড় ব্যবধান। এমন পরিস্থিতিতে জিততে হলে ভারতকে বিশ্বরেকর্ড গড়তে হতো। কিন্তু শেষ পর্যন্ত তাদের লিড ১০৭ রানে এসে থেমে যায়, যা ম্যাচ বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না।

চতুর্থ দিন বৃষ্টির কারণে খেলা আগেভাগে শেষ হয়ে যায়। পঞ্চম দিনে সবাই রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় ছিল, কিন্তু নিউজিল্যান্ডের শান্ত ব্যাটিং ভারতের আশা ভেঙে দেয়। দিনের দ্বিতীয় বলেই কিউই অধিনায়ক টম ল্যাথামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বুমরাহ। এরপর ডেভন কনওয়েকে আউট করে দ্বিতীয় আঘাত হানেন তিনি।

কোনো ঝুঁকি না নিয়ে উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র সাবলীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করেন। কুলদীপ যাদব, সিরাজ ও রবীন্দ্র জাদেজা তাদের থামাতে ব্যর্থ হন। যখন নিউজিল্যান্ডের জয়ের জন্য ১০ রান বাকি, তখন রোহিত শর্মা অশ্বিনকে আক্রমণে আনেন। কিন্তু তাতেও কোনো বাধা সৃষ্টি হয়নি। তিন ম্যাচের সিরিজে প্রথম টেস্ট জিতে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

ভারতের দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের পথে সরফরাজ খান ও ঋষভ পান্ত ১৭৭ রানের জুটি গড়েন। পান্ত ১০৫ বলে ৯৯ রান করেন, যেখানে ৯টি চার ও ৫টি ছয় ছিল। সরফরাজ করেন ১৫০ রান, যেখানে ১৮টি চার ও ৩টি ছয় ছিল। তাদের বিদায়ের পর ভারতের ইনিংস ভেঙে পড়ে এবং শেষ ৫৪ রানে ৭ উইকেট হারায়। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্ক সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ